সিলেট সেনানিবাসে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

4

সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৫২ পদাতিক ব্রিগেডের (৬৫ বেঙ্গল) আয়োজনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জালালাবাদ সেনানিবাসে প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৭ পদাতিক ডিভিশনর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৫৫ পদাতিক ডিভিশনকে ২৮-২৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২৪ পদাতিক ডিভিশন। টুর্নামেন্টে শ্রেষ্ট খেলোয়াড় ৫৫ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল রবিউল আউয়াল এবং নবীন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ১০ পদাতিক ডিভিশনের সৈনিক অরদীপ রবি দাস।
পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় জিওসি মেজর জেনারেল হামিদুল হক বলেন, ‘১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেন। আমরা ঐতিহ্য লালন করার চেষ্টা করছি। প্রতিযোগিতাপূর্ণ এ খেলায় জয়ের অদম্য চেষ্টা ও কৌশল সেনা সদস্যদের কর্মক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।’
তিনি সিলেট সেনানিবাস থেকে জাতীয় পর্যায়ের কাবাডি খেলোয়াড় তৈরির লক্ষ্যে নিয়মিত খেলা আয়োজনের উপর জোর দেন।
খেলা পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন, ৫২ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাহউদ্দিন আহমেদ এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। সদস্য হিসেবে ছিলেন ৬৫ ই বেঙল এর অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান, পিপিএম, সদস্য সচিব মেজর আহমাদুর রহমান, সেনাবাহিনী কাবাডি দলের ওআইসি ক্যাপ্টেন আতা-ইরাব্বি চৌধুরী। আবেদন নির্ণয়ক পর্ষদের সভাপতি ছিলেন স্টেশন সদরদপ্তরের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। সদস্য ছিলেন কিউএমজি শাখার সমন্বয়ক লে. কর্ণেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি, এরিয়া সদরদপ্তর এর এডিএসটি লে. কর্ণেল সফিউল আযম সিদ্দিকী, পিএসসি, ৬৪ ই বেঙল এর মেজর এস এম তানভীর ইসলাম। এ সময় সিলেট এরিয়ায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি