ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে পদক্ষেপ নামের এক এনজিও কার্যালয় ও অপর ফ্লাটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও বাজার সংলগ্ন ইকবাল মঞ্জিল বাসার পদক্ষেপ নামক একটি এনজিও কার্যালয় এবং অপর ফ্লাটের ভাড়াটে রাসেল আহমদের বাসায় এ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, এলইডি টিভিসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের প্রহারে অন্তত ১০ ব্যক্তি আহত হয়। স্থানীয় ও পদক্ষেপের কর্মকর্তা সূত্রে জানা যায়, বুড়াইরগাঁও বাজার সংলগ্ন ইকবাল মঞ্জিল নামক একটি বিল্ডিংয়ের এক ফ্লাটে পরিবার নিয়ে থাকেন রাসেল আহমদ নামের এক ব্যক্তি এবং অপর ফ্লাটে পদক্ষেপের কার্যালয়। সোমবার রাতে হাফপ্যান্ট পরা মুখোশধারী ২০-২৫ জনের একটি সংবদ্ধ সশস্ত্র ডাকাত দল ইকবাল মঞ্জিলের ক্যাচিগেট ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে লুটতরাজ চালায়। ডাকাতরা রাসেল আহমদের বাসা থেকে নগদ ১০ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট এবং একই সাথে পদক্ষের কার্যালয়ের লকার ভেঙ্গে ডাকাতরা নগদ ১লাখ ২৪ হাজার ৪১৭ টাকা, ৭টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ, ১টি এলইডি টিভি, ৯টি মানিব্যাগসহ মোট ৭ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের প্রহারে গৃতকর্তা রাসেল আহমদ (৩০), তার স্ত্রী রোকেয়া বগেম (২৫), পদক্ষেপ ম্যানেজার পরিতোষ দাস, পদক্ষেপের কর্মকর্তা মনিরাম দাস, সাদ্দাম হোসেন, বদরুল হোসেন, সুভাশ দেবনাথ, দিল বাদশা, তেরাব আলী, আবুল খায়ের ও জাহাঙ্গির আলম আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন থানার এসআই শামীম আকঞ্জী। গতকাল মঙ্গলবার সকালে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল¬্যা খান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব, থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, এসআই লুৎফুর রহমান ডিএসবি, এসআই আজিজুর রহমানসহ জেলা ও থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।