জ্বালানী প্রতিমন্ত্রীর বক্তব্য গ্রহণযোগ্য নয় —প্রতিরোধ আন্দোলন

11

জাতীয় সংসদে জ্বালানী প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেট।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর আহ্বায়ক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, যুগ্ম আহ্বায়ক বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর ও যুগ্ম আহ্বায়ক জাসদ জেলা সাধারণ সম্পাদককে এ কিবরিয়া এক যুক্ত বিবৃতিতে বলেন, ৬টি সিলিন্ডার কোম্পানির স্বার্থে যৌক্তিক কারণ ছাড়াই ঘরে ঘরে গ্যাস সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। অব্যাহত জনমতের চাপে সংসদে বারবার প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী ঘরে ঘরে গ্যাস সংযোগ না দেয়ার ঘোষণা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। নেতৃবৃন্দ, জ্বালানি প্রতিমন্ত্রির বক্তব্য প্রত্যাখ্যান করে সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ দেয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানান। এবং আগামি ৫ মে গ্যাস সংযোগের দাবিতে জালালাবাদ গ্যাস কোম্পানি সামনে বিক্ষোভ প্রদর্শন, স্মারকলিপি পেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি