আসন্ন রমজান মাসে চাল-ডাল-পিঁয়াজসহ দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন, প্রণব জ্যোতি পাল, ছাত্রফ্রন্ট সভাপতি পাপ্পু চন্দ,ছাত্রফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, শ্রমিকফ্রন্ট জেলা নেতা মামুন ব্যাপারী, ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর রমজান মাসকে কেন্দ্র করে সিন্ডিকেট ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের দাম কয়েক গুণ বাড়িয়ে জনদুর্ভোগ তৈরি করে। এবার যাতে সিন্ডিকেট ব্যবসায়ীরা সেই সুযোগ না পায়, তাই এখনই মনিটরিং সেল গঠন করতে হবে। বিজ্ঞপ্তি