স্টাফ রিপোর্টার :
নগরীর বন্দরবাজার এলাকার হকার্স মার্কেটের মিজান ট্রের্ডাস থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন প্রকারের সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গত বুধবার রাত ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে- কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা গ্রামের মো. সোলায়মানের পুত্র মো. জামাল (২৩) ও নাঙ্গলকোট থানার বড়তোগড়িয়া গ্রামের মনির হোসেনের পুত্র মো. আরিফুল (১৮)। গতকাল বৃহস্পতিবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল কোতয়ালী থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে বন্দরবাজার এলাকার হকার্স মার্কেটে মিজান ট্রেডার্সে বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের ব্যান্ড রোল জাল করে এবং সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদন ও বিক্রয় এবং আমদানী নিষিদ্ধ বিভিন্ন প্রকার ১ লক্ষ ২২ হাজার ৫০ পিস ভারতীয় সিগারেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তারা দুজনই চোরাকারবারী। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামিদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।