নুসরাত হত্যার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বন্ধু সহযোগী সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

36
নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বন্ধু সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দার আলী।

ফেনীর নুসরাত জাহান রাফির হত্যাকারী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলার যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেল বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও নারীমুক্তি সংসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়াকার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সহ সভাপতি দিনবন্ধু পাল, বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাবিত্রী সেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলার আহ্বায়ক শামীম মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন, সদস্য বিপ্রদাস বিশু বিক্রম, দক্ষিণ সুরমা যুব মৈত্রীর সভাপতি আলমগীর হোসেন রুমেল, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি স্বপন দাস, জেলার সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, সহ সভাপতি সারথি উরাও, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, অর্থ সম্পাদক মারজান আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক নুরুল আহমদ, কার্যনির্বাহী সদস্য আলমগীর মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, দলদলি চাবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিনটু দাস, অরুন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি