কাউন্সিলর পদপ্রার্থী গুলজার আহমদ বলেন, আমি ছোট বেলা থেকেই জনগণের সাথে ছিলাম। মানুষের দুঃখ দুর্দশা, হয়রানি, অসহায়ত্ব খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। এ ক্ষেত্রে কাউন্সিল হিসাবে দায়িত্ব পেলে মানুষের জন্য কাজ করার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে। সমাজটাকে দুর্নীতিমুক্ত করে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবো। আমরা বিগত দিনে অনেক কাউন্সিলর দেখেছি। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে ১৩নং ওয়ার্ডকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের ২০১৮ সালের অন্তর্ভুক্ত নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী গুলজার আহমদ‘র সমর্তনের খুলিয়াটুলা এলাকাবাসী উদ্যোগে গতকাল রাত ১০টায় নির্বাচনী মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী তার ব্যক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী সত্তাদারগর মিয়ার সভাপতিত্বে মো: মাকসুদ আলম‘র পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী হরন মিয়া, সাহেদ খান, সিকন্দও মিয়া, লতিফ ্টাহমদ, মাহমুদ আলী, জাবেদ খান, সুমন আহমদ, জাকির খান, লিটন মিয়া, হেলাল আহমদ, আবু তাহের, জামাল আহমদ, শাহিন আহমদ, সুলতান আহমদ রনি, মনি মিয়া, সলিমান আহমদ, সাব্বির আহমদ, ভূলন আহমদ, জামাল মিয়া, নুর উদ্দিন, নুর জামান, কাওসার আহমদ, সালাউদ্দিন মিয়া ও খোকা মিয়াসহ মুরব্বী ও যুবক এবং মহিলারা উপস্থিত হয়ে সকলে একমত হয়ে গুলজার আহমদকে সমর্থন জানান এবং আগামী নির্বাচনে সকলে তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রমুখ। বিজ্ঞপ্তি