ছাতকে ট্রাফিক সার্জন ও তার স্ত্রী ছিনতাইয়ের শিকার

31

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ছিনতাইর শিকার হয়েছেন ট্রাফিক সার্জন ও তার স্ত্রী। সোমবার বিকেলে ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলের ১ম গেইট সংলগ্ন সড়কে ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের সাথে ট্রাফিক সার্জন নিকুঞ্জ দেবনাথের ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় জনতার সহযোগিতায় রাজিব আহমদ (১৯) নামের এক ছিনতাইকারীসহ তাদের ব্যবহৃত মোটরসাইকেল (নং-সিলেট ল-১১-৬৩৮১) আটক করা হয়। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুমারদানী-মোল্লাপাড়া গ্রামের গৌছ মিয়ার পুত্র রাজিব আহমদ। এ ঘটনায় সোমবার রাতে ছিনতাইর শিকার ট্রাফিক সার্জন নিকুঞ্জ দেবনাথ বাদী হয়ে ছিনতাইকারী রাজিব আহমদ ও তার সহযোগি শহরের বাঁশখলা গ্রামের রশিদ মিয়ার পুত্র জনি মিয়াকে আসামী করে থানায় একটি মামলা(নং-১৭) দায়ের করেন।
জানা যায়, সোমবার বিকেলে একটি লাইটেস যোগে বেড়ানোর উদ্দেশ্যে স্ত্রী শিপ্রা রাণী নাথকে সাথে নিয়ে বাসা থেকে বের হোন ট্রাফিক সার্জন নিকুঞ্জ দেবনাথ। পেপার মিল সংলগ্ন রাস্তায় পৌছলে একটি মোটর সাইকেল যোগে এসে রাজিব ও জনি গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে ৪ ভরি ওজনের স্বর্ণের চেইন ও দেড় ভরি ওজনের একটি ভ্রেইসলেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় রাজিব আহমদকে আটক করলেও অপর ছিনতাইকারী জনি মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।