পান্তা ইলিশ

18

রোমানুর রোমান

শিশু কিশোর ভাইবোন
চলো স্কুলে যাই,
বৈশাখের পথম দিনে
পান্তা- ইলিশ খাই।

পান্তা আমাদের ঐতিহ্য
ইলিশ জাতীয় মাছ,
পান্তা খেয়ে কাটে যেন
গরিবের এক সাঁঝ।

খোকা খুকি ভাইবোনেরা
করোনা আর আড়ি,
সকলে মিলে পরবো আজ
পাঞ্জাবী আর শাড়ী।

শাড়ী- পাঞ্জাবী ঐতিহ্য আমাদের
নববর্ষ আনন্দের দিন,
এই দিনে দেখতে চাইনা
ছোট- খাটো কোন ঋণ।

ছোট- বড় সকলে আজ
একই পথের সাথী,
পুরোটা পথ ঘুরে চলো
আনন্দে মাতি।

এমনি করে চললে তাই
থাকবেনা আর হর্ষ,
শান্তিপূর্ণ কাটাতে পারবো
পুরো বাংলা বর্ষ।