রমজান আলী রনি
বছর ঘুরে আবার এলো
বাংলা নববর্ষ
পুলকিত মনে জাগে
নতুন কোনো হর্ষ।
বাঁশির সুরে কথা উড়ে
মনে লাগে দোলা
দ্বন্দ্ব ফেলে বন্ধু হলো
মনের দু’কূল খোলা।
হাতের চুড়ি রঙিন হলো
একতারা আর ঢোলে
রমনীরা হাঁটে দেখো
চুলের বাঁধন খোলে।
বাংলা মায়ের টানে সবাই
মেলায় ছুটে আসে
তারায়-তারায় রঙিন স্বপন
খিলখিলিয়ে হাসে!
কিশোরীরা শাড়ি পড়ে
ঘুরে বেড়ায় পাড়া
যুবকেরা গামছা বেঁধে
বেজায় আত্মহারা।
পান্তা ইলিশ ভাষা পেলো
বৈশাখ এলো যখন
ঘরে-ঘরে খুশির ছোঁয়া
দিনফুরালো কখন?