সিলেট জেলা সদর হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবী

8

সিলেট জেলা সবুজবাংলা সমাজ কল্যাণ যুব সংঘের এক জরুরী সভা গতকাল ১১ এপ্রিল বৃহস্পতিবার কদমতলীস্থ কুইন্স টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সবুজবাংলা সংঘের উপদেষ্টা জননেতা মকসুদ হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে বিভাগীয় শহর ও সিলেট মেট্রোপলিটন হিসাবে অত্যাধুনিক ও বিশাল পরিসরে একটি প্রাণ কেন্দ্রে হাসপাতাল নির্মাণ করা অতীব প্রয়োজন। এমনিতে লক্ষ লক্ষ মানুষের জন্য একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে হিমশিম খাচ্ছে। এতে করে দুর্নীতি অনিয়ম বেড়েই চলেছে। সময়ের তাগিদে বর্তমান সরকার ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ আবু সিনা পরিত্যক্ত ছাত্রাবাস স্থলে সিলেট জেলা সদর হাসপাতাল নির্মাণের প্রস্তুতি নেয়ার প্রেক্ষিতে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও সরকার প্রধানের কাছে সিলেটবাসী কৃতজ্ঞ। দেশের গরীব জনগণের জন্য যে উপকার হবে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কথাবার্তা পরিষ্কার স্বার্থান্বেষী মহলের কথায় কান না দিয়ে লক্ষ লক্ষ মানুষের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা পাওয়ার লক্ষ্যে অবিলম্বে আবু সিনা ছাত্রাবাসে সিলেট জেলা সদর হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য জোর দাবী জানানো হয়। শীঘ্রই এই কাজ সম্পন্ন করা না হলে সিলেটের মানবদরদী ও সচেতন নাগরিকবৃন্দদেরকে নিয়ে যা যা করা দরকার তাই করা হবে। এই মৌলিক অধিকার আদায়ের দাবিতে সিলেটের সকল জনপ্রতিনিধি এবং সিলেটের দাবী আদায়ের জন্য গঠিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদেরকে সমন্বয় সাধন করে সোচ্চার থাকার আহবান জানান।
যুব নেতা আমীন তাহমিদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফয়েজ আহমদ, জয়নাল আবেদীন, মো: আল আমীন, আজমল হোসেন, মো: আলম, মো: রুহেল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি