সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ছড়াগাং-চা বাগান শ্রী শ্রী জগন্নাথ জিউড় মন্দির এর নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মন্দির উদ্বোধন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান দিলোয়ার হোসেন বলেন, ইউনিয়নবাসীর সেবা করতে আমি দিনরাত কাজ করে যাচ্ছি। মানুষ যাতে সুন্দর ও আরামদায়ক পরিবেশে ইবাদত ও উপাসনা করতে পারেন সেজন্য এলাকার মসজিদ ও মন্দিরগুলো সুন্দর করতে কাজ করছি। ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে কাজ চলছে। তিনি এসব উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করা জন্য ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।
ছড়াগাং-চা বাগানের সভাপতি কমল চাষার সভাপতিত্বে ও উপদেষ্টা মোহন দাস ময়নার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান শামীম, ৫নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন ইমরান, চা শ্রমিক কমিউনিটি নেতা রাজু গোয়ালা, সমাজসেবী গোরা নাথ, আব্দুল মালিক শামীম, সিলেট সদর পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক ফয়সল কামরান হেলেন, খাদিমনগর যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, মোজাম্মেল আলম সাদ্দাম, শহিদ হোসেন টিটু, হেলাল আহমদ, ছড়াগাং-চা বাগান নেতা উমেশ বুনারজি, মো. শাহজাহান, রনিতা, ফাগু, রতন শীল, রঞ্জু দাস, ববিতা, রিতি মুন্ডা প্রমুখ। বিজ্ঞপ্তি