অনির্বাণ শিখা

27

শামীম আহমদ ফায়সাল

অনির্বাণ শিখা মোরা তরুণ প্রজন্ম,
সামনে এগুবো নির্ভাবনায়।
জ্বলে উঠি মোরা মুজিব সেনা –
এসো জ্বলে উঠি একুশের চেতনায়।।

বুলেটের মুখে যারা পেতে দিলো বুক,
মোরা সেই সালাম আর জব্বার।
মুক্তির মিছিলের অগ্র পথিক – মোরা
চিরকাল দুর্জয় দুর্বার।
বিলিয়েছি প্রাণ এই দেশের তরে – মোরা
হেসেছি দুঃসহ যাতনায়।।

মোদের আলোয় আলোকিত বাংলা,
আলোকিত হবে এই বিশ্ব।
মুক্তির মন্ত্রণা শিখবে সবাই – ওরা
হয়ে যাবে বাঙালির শিষ্য।
বিশ্ব জয়ের ঐ পতাকা মোরা –
উড়াবো এ দেশের আঙ্গিনায়।।