মিজানুর রহমান মিজান
জীবনের ধর্ম দুর্বার গতি
অবাঞ্ছিত যদি না থাকে অগ্রগতি।
নদী বয়ে চলায় জলে নাই গন্ধ
পোঁকা ধরে না যদি দরজা না থাকে বন্ধ
নিরন্তর গতিশীলতায় আছে মুক্তি।
ভাব ও কর্মের ধারায় আছে নতুনত্ব
প্রতি অনু থাকে প্রয়াসী লভিতে মহত্ব
আত্ম-বিকাশে উম্মুখ সকল জাতি।
সবল সক্রিয় জীবনের স্বরূপ
ভাব ভঙ্গির ভিতর নির্ণীত অনুরূপ
স্বকীয়তা বজায়ে সহজ লভ্য মতি।