জিল্লুর রহমান পাটোয়ারী
হেমন্তের ছোঁয়া গ্রাম বাংলায়,
লাগলো খুশির ধুম –
আনন্দে সব কৃষাণ কৃষাণীর,
চোখে নাইকো ঘুম।
সাতসকালে মাঠে ছুটে যায়,
পাকা ধানের ক্ষেতে –
হই -হুল্লোড়ে থাকে কৃষাণ কৃষাণী,
ধান কাটাতে মেতে।
কাটাকাটি শেষ করিয়ে ধান,
নিয়ে আসে বাড়ি –
কৃষাণ বউয়ের আনন্দ মন,
চুলায় দিচ্ছে হাঁড়ি।
ব্যস্ত এখন কৃষাণ কৃষাণী,
নিয়ে নুতুন ধান –
সারাদিনে চলবে ওদের,
ধান ভাঙ্গানীর গান।