আম্বরখানায় ২ ফার্মেসীকে ২৩ হাজার টাকা জরিমানা

37
নগরীতে বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান।

স্টাফ রিপোর্টার :
নগরীর বেশীরভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে। যথেষ্ট তদারকি না থাকায় এই অনিয়ম থামছে না। এ অবস্থায় নগরীর বিভিন্ন ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযান চালায় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১১ টা থেকে আম্বরখানা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, ঔষধের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি দাম রাখা এবং অবৈধ ফুড সাপ্লিমেন্ট বিক্রয়ের অপরাধে আম্বরখানাস্থ খায়রুননেছা ফার্মেসিকে ৮ হাজার টাকা ও রাহাত ফার্মেসিকে ১৫ হাজার জরিমানা করা হয়। পরিচালিত অভিযানে সহযোগিতা করেন সিলেটের ড্রাগ সুপার মো. সফিকুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ। জনস্বার্থে এমন মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।