সুনামগঞ্জে হত্যার দায়ে দু’জনের ফাঁসি

58

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিশুছেলেকে হত্যার দায়ে মা ও মায়ের কুখ্যাত প্রেমিকের ফাঁসির রায় দিয়েছে আদালত। ফাঁসিরদ-প্রাপ্ত সম্পর্কে চাচি ভাতিজা। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার চিতুলিয়া গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী সিতারা বেগম (৩৭) ও তারই ভাতিজা একই গ্রামের আলকাছ আলীর ছেলে বারিক মিয়া (৩৫)। সাজাপ্রাপ্ত বারিক মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। সিতারা বেগম পলাতক রয়েছেন।
রাষ্টপক্ষের আইনজীবী সোহেল আহমেদ ছইল জানান, সিতারার স্বামী রফিকুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে থাকেন। সেই সুযোগে “সিতারা একই গ্রামের বারিক মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১৪ সালের ১৪ অক্টোবর তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সিতারার শিশুছেলে সোয়াইবুর রহমান (১১)। পরে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।” পরদিন শিশুটির চাচাত ভাই হামজা মিয়া সিতারা, বারিক ও এক কিশোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সিতারা ও বারিক মিয়াকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দেয়। অপর আসামি কিশোর হওয়ায় নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিচার চলছে।