বড়লেখা থেকে সংবাদদাতা :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। আমাদের মেয়েরাও লেখাপড়ায় অনেক দূর এগিয়ে গেছে। সরকারও মেয়েদেরকে বিচারপতি থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ বিভিন্ন উচ্চ পদে চাকুরীর ব্যবস্থা করেছে।
এলাকাবাসীর উদ্যোগে বড়লেখার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামে ১০১ শতক ভুমির ওপর নতুন এ বালিকা উচ্চ বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম ও কুয়েত প্রবাসী এনামুল হকের অর্থায়নে স্কুলের ৩ তলা বিশিষ্ট পৃথক দু’টি একাডেমিক ভবন নির্মিত হচ্ছে।
মন্ত্রী শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় নবপ্রতিষ্ঠিত সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নব প্রতিষ্ঠিত স্কুলের ভূমিদাতা আওয়ামী লীগ নেতা মুজিবুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান, স্কুলের দাতা সদস্য ও প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, স্কুলের ভুমি দাতা সফরুল ইসলাম, আওয়ামী লীগে নেতা আব্দুস শুকুর বকুল, ইমরুল ইসলাম লাল, সাজেদুল মজিদ নিকু, আব্দুল বাছিত প্রমুখ।
এদিকে সন্ধ্যায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি উপজেলার দক্ষিণভাগ দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি ছমির আলীর কবর জিয়ারত করেন।