দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি নাছির উদ্দিন এডভোকেট, স্থানীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, ঢাকাস্থ বনানীর এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় গভীর উদ্বেগ-উৎকণ্ঠ ও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নিমতলীর অগ্নিকান্ডে ১২৪ জন মানুষের মৃত্যু, গত ২০ ফেব্র“য়ারি চকবারের অগ্নিকান্ডে ৭১ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বনানীর ভয়াবহ অগ্নি দুর্ঘটনা দেশবাসী স্তম্ভিত ও শংকিত হয়ে পড়েছেন। দুর্নীতি, গাফলতি ও অনিয়মের কারণেই দেশে একের পর এক দুর্ঘটনা ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ ঘটনার দায় এড়াতে পারে না। রাতারাতি ধনী হওয়ার লোভে জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা না করে এক শ্রেণীর রাজনৈতিক ব্যবসায়ী ও আমলাদের মনমানসিকতার কারণে দেশের নিরীহ মানুষের নির্মম প্রাণহানী ও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধারাবাহিক একের পর এক অগ্নিকান্ডের পেছনে কেউ জড়িত আছে-কি না দেশবাসী তাও জানতে চায়।
সমবেদনার পাশাপাশি জাতীয় নেতৃবৃন্দকে দেশের বড় বড় অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাগরণ তৈরী করতে পারলে দেশের মানুষ বহুলাংশে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন। নেতৃবৃন্দ অবিলম্বে ইমারত বিধিমালা না মানার শাস্তির বিধান প্রয়োগে আরো কঠোর হওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। বিজ্ঞপ্তি