ক্যাসিনোর পক্ষে বক্তব্য জাতির জন্য হতাশাজনক – জমিয়ত

12

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বলেছেন, ৯২ ভাগ মুসলমানদের দেশে এবং বিশ্বদরবারে মসজিদের শহর হিসেবে পরিচিত ঢাকায় ক্যাসিনো খেলা অহরহ প্রকাশ্যে চলছে। যা অত্যন্ত দুঃখজনক। প্রশাসন যেভাবে মদ, জুয়ারীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে, তা নিশ্চয় প্রশংসার দাবিদার। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক সাংবাদিকদের কাছে পর্যটন এলাকায় ক্যাসিনোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এমনকি তার মন্ত্রণালয়ের এমন পরিকল্পনার কথাও বলেছেন তিনি। জমিয়ত নেতৃবৃন্দ বলেন, সচিবের এ বক্তব্যে জাতি হতাশ হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দুর্নীতির কারনে বাংলাদেশের বিমান প্রতিবছর যে শত শত কোটি টাকা লোকসান দিচ্ছে, এতে মন্ত্রণালয়ের সচিবদেরও দায় রয়েছে। বিমানের সিট খালি যায় অথচ মানুষ টিকেট কিনতে গেলে টিকেট পায় না। আমাদের জুয়া, মদ আর নারী লোভ দেখিয়ে পর্যটক বাড়ানোর কোন প্রয়োজন নেই। ক্যাসিনোর মূল মদদদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। দুর্নীতি, টেন্ডারবাড়ি বন্ধ করলে দেশ এগিয়ে যাবে। যারা মদ, জুয়া, ক্যাসিনোর সাথে জড়িত তারা যেকোন দলের হোক না কেন তারা দেশ ও জাতির জন্য বিপজ্জনক। বিজ্ঞপ্তি