বীর বাঙালির হুংকার

27

রেজাউল রেজা

মুক্তিকামী আম জনতা
উঠলো সেদিন ফুঁসে,
যেমন করে আগুন জ্বলে
শুকনো ধানের তুষে।

মুক্তি মুক্তি মুক্তি যে চাই
শোষণ-পীড়ন থেকে,
জমি আমার কৃষক আমার
পাকিস্তানী সে কে?

বীর বাঙালির এই হুংকারে
স্বাধীন হলো দেশ,
স্বাধীন দেশে আমরা সবাই
আজকে আছি বেশ।।