সুধীজনের শুভেচ্ছায় সিক্ত দৈনিক আমাদের সময়

70
আনন্দ আয়োজনের মধ্যদিয়ে দৈনিক আমাদের সময় এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিরা।

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সুধীজনের শুভেচ্ছায় সিক্ত হল দৈনিক আমাদের সময়। নতুন আকাশে উড়ান শ্লোগান নিয়ে নতুন সময়রে দৈনিক আমাদের সময়-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে দৈনিক আমাদের সময় সিলেট ব্যুরো অফিসে আয়োজন করা হয় কেক কাটা ও সুধিজন মিলনমেলার। একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গিতশিল্পী সুষমা দাশকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, ওয়ার্কাস পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকন্দর আলী, সিলেট এলজিইডির নির্বাহি প্রকৌশলি এসএম মহসীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, মহানগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, উপ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা, অতিরিক্ত উপ কমিশনার আব্দুল ওয়াহাব, কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের একান্ত সচিব জাবেদ সিরাজ।
অনুষ্ঠানের শেষপর্বে এসে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক যুগভেরীর নির্বাহি সম্পাদক অপূর্ব শর্মা, শ্রমিক লীগের কেন্দ্রিয় সহ সভাপতি প্রকৌশলি এজাজুল হক, ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এড. আব্বাস উদ্দিন।
গণমাধ্যম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন সিলেটের সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সাবেক সভাপতি আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু, ফটোজার্নালিস্ট এসোসিয়েসন সিলেটের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি দ্বিগেন সিংহ ও সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি।
সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রিয় সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম ও নাট্য ব্যক্তিত্ব এনামুল মুনির ও সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েসনের সভাপতি আশরাফ আরমান, চৈতন্য প্রকাশনের স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরী, চিত্রশিল্পি সত্যজিৎ দত্ত চৌধুরী, সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন। বিজ্ঞপ্তি