আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের মুফতি ও মুহাদ্দিস ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ বোর্ডের সদস্য আল্লামা শামসুদ্দিন জিয়া বলেছেন, ক্বওমী ধারার শিক্ষা ব্যবস্থা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। যারা কওমী মাদরাসাকে জঙ্গি (সন্ত্রাসী) তকমা দিয়ে ধ্বংস করতে চেয়েছে এরাই এখন ধ্বংস হয়ে যাচ্ছে। কওমী শিক্ষা ব্যবস্থা সগৌরবে টিকে আছে এবং টিকে থাকবে।
তিনি রবিবার (২৪ মার্চ) বিকেলে মাদ্রাসাতুল মদিনা সিলেটের হলরুমে আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের ফুযালা ও শুভানুধ্যায়ী ফোরাম সিলেট বিভাগের উদ্যোগে ‘ইসলামকে গণমানুষের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার পন্থা ও পদ্ধতি শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা শামসুদ্দিন জিয়া আরো বলেন, ইসলামের মৌলিক শিক্ষা তথা কুরআনি শিক্ষা না থাকায় মানুষ উগ্রবাদে ধাবিত হচ্ছে। যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে নজ এবং সমাজকে ধ্বংস করছে। কুরআনের আলো ছড়িয়ে দিয়ে নৈতিকতা বিবর্জিত জাতিকে সৎপথে ফিরিয়ে আনতে হবে। কুরআনী শিক্ষা না থাকায় সমাজে মাদকাসক্ত ঐশীর মতো নৈতিকতাহীন মেয়ে সৃষ্টি হচ্ছে। সন্তানের হাতে বাবা-মাকে খুন হতে হচ্ছে, মায়ের দ্বারা শিশু হত্যার মত ঘটনাও ঘটছে। ৪ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধারা ধর্ষিত হচ্ছে। তাই বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে মানুষকে উত্তম আখলাকের মাধ্যমে ইসলামের পতাকাতলে আনতে হবে।
জামেয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে ও মাদ্রাসাতুল মদিনার শিক্ষক মাওলানা হুসাইন আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, মুফতি জসিম উদ্দিন, মাদ্রাসাতুল মদিনার মুহতামিম মাওলানা আবুল বাশার, মুফতি মো. জাকারিয়া খান, শিক্ষা সচিব মুফতি বাহারুল আমিন, মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ। বিজ্ঞপ্তি