প্রশাসনের সাথে কানাইঘাট আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাক্ষাৎ

227

কানাইঘাট থেকে সংবাদদাতা :
গত সোমবার রাতে কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবধরনের পোষ্ট বন্ধের আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রশাসনের সাথে দূরত্ব সৃষ্টি হয় এমন যে কোন ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান। নির্বাচনের ফলাফল ঘোষণাকালে সোমবার রাত ১০টার দিকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে আনতে বিজিবি লাঠিচার্জ করে। এতে অনেকে আহত হন। এ ঘটনার পর থেকে সামাজিক মাধ্যম ফেইসবুকে অনেকে প্রকৃত ঘটনা না জেনে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজংয়ের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা, বানোয়াট অপ-প্রচারে লিপ্ত হয়ে নানা ধরনের পোষ্ট করতে থাকেন। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, কানাইঘাটের সচেতন মহল ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হলে এনিয়ে সবাই বিভ্রত হন। আইন শৃঙ্খলা বাহিনী যে সব ফেইসবুক আইডি থেকে নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উস্কানী মূলক ও মানহানিকর অপপ্রচার করা হয়েছে তাদের কে শনাক্ত করার জন্য মাঠে নামেন। এ নিয়ে যাতে করে জনমনে বিভ্রান্ত এবং প্রশাসনের সাথে রাজনৈতিক মহল ও জনপ্রতিনিধিদের দূরত্ব সৃষ্টি না হয় এ জন্য গত বুধবার রাতে প্রথমে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ এবং পরে কানাইঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান সহ নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজংয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে কানাইঘাটের শান্তি সম্প্রীতি বজায় রাখা সহ প্রশাসনের সাথে দূরত্ব সৃষ্টি হয় এমন যে কোন ধরনের কর্মকান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা কাউকে প্রশ্রয় দিবেন না বলে তারা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা কে আশ্বস্ত করেন এবং সোমবারের রাতের ঘটনা সহ এনিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্ত মূলক অপ-প্রচার দুঃখজনক ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। তারা সামাজিক মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে যেকোন ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য দলের নেতাকর্মী সহ সকলের প্রতি আহ্বান জানান।