আনসার-ভিডিপি’র ৯৭৯২ জন সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে

40

১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সিলেটের ১২টি উপজেলার নির্বাচনে আনসার-ভিডিপি ৯৭৯২ জন সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
সিলেট জেলার ১২টি উপজেলায় মোট ভোট কেন্দ্র ৮১৬টি। এর মধ্যে সদর উপজেলায়- ৯১টি, দক্ষিণ সুরমায়- ৭৮টি, ফেঞ্চুগঞ্জে ৩৬টি, বিশ^নাথে- ৭৪টি, বালাগঞ্জ- ৩৪টি, গোলাপগঞ্জে-১০২টি, বিয়ানীবাজারে- ৮৯টি, কানাইঘাটে- ৮১টি, জকিগঞ্জে- ৭৭টি, জৈন্তাপুরে- ৪৫টি, গোয়াইনঘাটে- ৬৯টি ও কোম্পানীগঞ্জ উপজেলার ৪০টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপির ৯,৭৯২ জন সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে পুরুষ ৬,৫২৮ জন ও মহিলা ৩,২৬৪ জন।
আনসার-ভিডিপির সিলেট জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম আনসার-ভিডিপির সদস্যদের শারীরিক যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাই করে বাছাইকৃত সদস্যদের প্রতি ভোট কেন্দ্রে একজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার, ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা সর্বমোট ১২ জন করে আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি ভোট কেন্দ্রে প্লাটুন কমান্ডার ও সহকারী প্লাটুন কমান্ডারের কাছে থাকবে একটি করে শর্টগান।
ভোট কেন্দ্রে দায়িত্ব পালনরত সদস্যদেরকে তদারকি করবেন সিলেট জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি’র কর্মকর্তাগণ। নির্বাচন শেষে স্ব স্ব উপজেলায় দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপিদের ভাতা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি