কবির কাঞ্চন
বাঙালিদের দাবায় রাখতে চিরতরে
পাকিস্তানি শাসকেরা ফন্দি করে।
বাংলার ওপর উর্দুভাষা চাপায় দিলো
বাংলামায়ের দামালছেলে শপথ নিলো।
সালাম জব্বার রফিকেরা লড়াই করে
তাদের নিয়ে বাঙালিরা বড়াই করে।
ভাষা নিয়ে বায়ান্নতে লড়াই হলো
আশা নিয়ে ভাষা শহীদ জীবন দিলো।
বাংলাভাষার আন্দোলনের সৈন্য যারা
শহীদ ছেলের মর্যাদাতে গণ্য তারা।
মানুষ তাদের শ্রদ্ধাভরে ভালোবাসে
স্বর্ণাক্ষরে রবে তারা ইতিহাসে।