যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

30
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন মহানগর আওয়ামীলীগ।

স্টাফ রিপোর্টার :
নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সিলেট জেলা যুব কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী প্রমুখ।
এদিকে সকাল ১১টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি’ বিষয়ে আলোচনা সভার আয়োজ করে জেলা প্রশাসন। এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও দলীয় কার্যালয়সহ নগরীর ২৭টি ওয়ার্ডে মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।