গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ॥ উন্নয়ন অব্যাহত রাখতে নেতাকর্মীদের র্ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – নুরুল ইসলাম নাহিদ

15

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, করোনাসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। কৃষি, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, অবকাঠামো নির্মাণসহ সকল ক্ষেত্রে আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি।
সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলকে আরো শক্তিশালী করে নেতাকর্মীদের র্ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল শুক্রবার ২২ অক্টোবর বিকেল ৫টায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আয়োজিত উপজেলা আওয়ামীগের বধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। দুর্গাপূজাকে উপলক্ষ করে সাম্প্রদায়িক অপশক্তি হামলা করেছে। এক শ্রেণির মানুষ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে বিভিন্ন সময় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে চাচ্ছে। সেসব চক্রান্তকারীদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের এই দেশের স্বাধীনতার জন্য মুসলমান-হিন্দু সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে । এই দেশ সবার। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যেন সাম্প্রদায়িক অপশক্তি কেউ আমাদের মাঝে সহিংসতা সৃষ্টি করে দেশে অস্তিরতা সৃষ্টি না করতে পারে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী সমন্বয়ক মোহাম্মদ আলী দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মনজুর সাফি চৌধুরী এলিম, এডভোকেট মনসুর রশীদ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, বাদেপশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তাক আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, বুধবারি বাজার ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আফতার হোসেন, বুধবারি বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তাকুর রহমান, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের নুরুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমদ, আব্দুল মালিক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাইদ আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের স্যায়িদ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, সাধারণ সম্পাদক ইসমাইল আলী, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সামছুন নাহার মিনু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জাকির হোসেন, আব্দুল বারি, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক আহমদ মাখন, জিল্লুর রহমান, সাহেদ চৌধুরী, রোকন উদ্দিন, মাহমুদ চৌধুরী, জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আলী আকবর ফখর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন, সৈয়দ হাছিন আহমদ মিন্টু, খায়রুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট নিমার আলী, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদ আলীম উদ্দিন বাবলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক ফরহাদ আহমদ, কৃষি সম্পাদক বুরআন উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, স্বাস্থ্য সম্পাদক রুমেল সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এম এ মুমিত হীরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াদুদ এমরুল, আবুল কাশেম সেবুল, কামাল উদ্দিন, অরুন দে, সৈয়দ এহতেশাম, কারী তোফায়েল আহমেদ জিলু, জাফরান জামিল, ইসমাইল হোসেন সিরাজী, আব্দুল হান্নান, আজমল হোসেন মনি প্রমুখ।