দক্ষিণ সুরমাকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে সকলের সহযোগিতা চাই – মইনুল ইসলাম

27

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মইনুল ইসলাম বলেছেন, দক্ষিণ সুরমাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে সকলের সহযোগিতা চাই। সিলেট নগরীর প্রবেশ দ্বার দক্ষিণ সুরমাকে সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আসন্ন নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সঠিক ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, অতীতের মত আগামীতেও উপজেলাবাসীর সুখ-দুঃখের ভাগিদার হয়ে জনকল্যাণ মূলক কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তাই আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহবান জানাচ্ছি।
মইনুল ইসলাম গতকাল ৪ মার্চ সোমবার দুপুরে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক সম্পাদক শিপন আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, নির্বাহী সদস্য শরীফ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসসিসিআই’র সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী শাহ আলম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী বশির মিয়া, সহ সভাপতি খলিলুর রহমান, সাবেক সহ সভাপতি মানিক মিয়া, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়া, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী আতিকুর রহমান, মুজিবুর রহমান মেম্বার, তুহিন চৌধুরী, ফারুকুর রহমান, দক্ষিণ সুরমা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা কামাল, শিক্ষক রাহাতুজ্জামান, যুব সংগঠক আব্দুল হক, যুবলীগ নেতা নিজামুর রহমান, দুলাল আহমদ, কামরান আহমদ, লুৎফুর রহমান, রাহিন আহমদ, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, ইবরাহিম আহমদ উজ্জল, মাসুদুল খালেদ মোস্তাক প্রমুখ। বিজ্ঞপ্তি