দলের সিদ্ধান্ত মেনে গোয়াইনঘাটে মনোনয়ন প্রত্যাহার করলেন ছাত্রদল নেতা সালেহ

31

দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সিলেট জেলা ছাত্রদলের সহ-প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ। গত ২৭ ফেব্র“য়ারি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন করে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
শনিবার (২ মার্চ) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সালেহ আহমদ বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের ইচ্ছা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে এবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমি সে সিদ্ধান্ত মেনে নিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।
দলের এ সিদ্ধান্তকে আন্দোলনের অংশ মনে করে এ ছাত্রদল নেতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ ও দলীয় নেতাকর্মীদের উপর যেসব জুলুম-অত্যাচার চলছে তা বন্ধ করার জোর দাবি করেন সালেহ আহমদ। বিজ্ঞপ্তি