সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীর একক চিত্র প্রদর্শনী

24

চিত্র শিল্পীর তুলির আছড়ে ফুটে ওঠে না বলা কথার মাধ্যমে প্রকৃতির অপূর্ব সৃষ্টি, স্বাধীনতার ইতিহাস সহ অনেক বিষয়। ২ মার্চ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সূর্যমুখী, গাঁদা, ডালিয়া ফুল সহ নানা রঙের ফুলে সজ্জিত বাগানের পাশে আয়োজন করা হয় অত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিষ্ট্রারের শিক্ষার্থী আনিকা তাহসিন এর একক চিত্র প্রদর্শনী। ফাগুনের পড়ন্ত বিকেলে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান শামীম আহমদ তিনি এই সময় বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে হবে কারণ এই সকল কাজের মাধ্যমে মেধা, মননশীল চিন্তার প্রসার এবং বিকাশ ঘটে। তিনি আরো বলেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময়ই সৃজনশীল ও সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কাজের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলছে। এই সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো: মনির উদ্দিন, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আবদুল্লাহ, আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ূন কবীর, উপ গ্রন্থাগারিক মোঃ মোস্তফা কামাল, সেকশন অফিসার সুবিনয় আচার্য্য রাজু, সেকশন অফিসার শুভাশীষ পাল, সঞ্জয় রায় সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি