আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বাংলার সংস্কৃতি এখনো বেঁচে রয়েছে বাউলশিল্পীদের কারণে। বাউলরা আছেন বলেই সংস্কৃতি অঙ্গণ বেঁচে আছে। তাই বাউল শিল্পীদের পৃষ্ঠপোষকতায় সবাইকে এগিয়ে আসতে হবে।
কামরান বলেন, অনাহারে-অর্ধাহারে থেকে বাউলশিল্পীরা মানুষকে আনন্দ দিয়ে যান। তারা পুরো জীবনটাই গান গেয়ে কাটিয়ে দেন। বাংলার ঐতিহ্য বাউলরা গানে গানে বাঁচিয়ে রেখেছেন। বর্তমান সরকার বাউলদের কল্যাণে কাজ করছে। বিশেষ করে বাউলশিল্পকে বাঁচিয়ে রাখতে দেশরতœ শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করছেন।
কামরান বলেন, বাউলশিল্প এবং শিল্পীরা আমাদের অস্তিত্ব। তাই অস্তিত্ব বাঁচিয়ে রাখতে বাউলশিল্পীদের পাশে থাকা জরুরি।
তিনি শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে উস্তাদ নিশিকান্ত শিল্পীগোষ্ঠীর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উস্তাদ নিশিকান্ত শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা উস্তাদ নিশিকান্তের সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি ও সবুজ সিলেটের প্রধান প্রতিবেদক, উস্তাদ নিশিকান্ত শিল্পীগোষ্ঠীর দপ্তর সম্পাদক নুরুল হক শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক আল আজাদ, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, বাউল কল্যাণ সমিটির সিলেট বিভাগীয় সভাপতি কামাল উদ্দিন রাসেল, মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, কলিমশাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল আজাদ।
উস্তাদ নিশিকান্ত শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক বাউলশিল্পী শীতন বাবুর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানটি উদ্বোধন করেন নাট্যকার আমিরুল ইসলাম চৌধুরী বাবু। বিজ্ঞপ্তি