বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আশফাক আহমদ একজন সাদা মনের মানুষ। ছাত্রজীবন থেকে এ অঞ্চলের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সদর উপজেলায় বার বার নির্বাচিত হয়ে মানুষের কাছে পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। তাই সিলেট সদরে আশফাক আহমদকে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা তুলে দেওয়া হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীকের প্রচারণা শুরু হয়েছে। কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ ঘরানার মানুষ ছাড়াও অন্যান্য দলের বিশিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও উন্নয়নে অবদান রাখার কারণে আশফাক আহমদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তার বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
২৮ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বাদ আছর আম্বখানায় আশফাক আহমদের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহীর সদস্য সিলেট মহানগর সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুতৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বারের স্পেশাল (পিপি) এডভোকেট শাহ মুহাম্মদ মোশাহিদ আলী।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দীন আহমদ সেলিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, সিলেট চেম্বারের পরিচালক হিজকিল গুলজার, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মখলিছুর রহমান, মুর্শেদ আহমদ চৌধুরী মাসুম, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সামছুল ইসলাম টুনু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জিয়াউল হক, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মিয়া, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, বন ও পরিবেশ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, সাংস্কৃতিক সম্পাদক মুহিবুর রহমান বেলাল, সহ দপ্তর সম্পাদক মাস্টার আব্দুল মালিক, সহ সাংগঠনিক সম্পাদক নান্টু চন্দ। বিজ্ঞপ্তি