তাহিরপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী

64

তাহিরপুর থেকে সংবাদদাতা :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তাহিরপুরে বিএনপির দুই প্রার্থী। প্রার্থীদ্বয় হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী। তারা দু’জনেই উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। কামরুজ্জামান কামরুল সোমবার ও জুনাব আলী মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
কামরুজ্জামন কামরুল বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য, সেহেতু আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না। একই কথা জানালেন সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী।
এদিকে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
উল্লেখ্য তাহিরপুর উপজেলায় দলীয় নৌকা প্রতীকে একজন ও স্বতন্ত্র ৩ জন সহ মোট ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য।