চেয়ারম্যান পদে ৫ বিএনপি নেতার প্রতিদ্বন্দ্বিতা ॥ হবিগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

27

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত দুইজন জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল বরাবর মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। তারা হচ্ছেন বাহুবল উপজেলার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান নাছির ও আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী স্বাধীন মিয়া। বাহুবল উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী ও চুনারুঘাট উপজেলায় আব্দুল খালেক। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া প্রায় সবগুলো উপজেলায়ই ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হবিগঞ্জ সদর : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতাচ্ছিরুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী)। এখানে চেয়ারম্যান পদে বিএনপির কোন নেতা অংশ নিচ্ছেন না। তবে ভাইস চেয়ারম্যান পদে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাড়াও এ পদে আরও ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লাখাই : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিউল আলম আজাদ (আওয়ামী লীগ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ (আওয়ামী লীগ বিদ্রোহী), জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ (আওয়ামী লীগ বিদ্রোহী)। এ উপজেলায় বিএনপির কোন নেতা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চুনারুঘাট : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে ১ জন উপজেলা বিএনপির সভাপতি ও ১ জন খেলাফত মজলিশ নেতাও রয়েছেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের (আওয়ামী লীগ বিদ্রোহী), উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান (স্বতন্ত্র), খেলাফত মজলিশ নেতা প্রভাষক আব্দুল করিম। ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
বাহুবল : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিলেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রবাসী আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান নাছির তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে এখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই (আওয়ামী লীগ), জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী) ও সৈয়দ খলিলুর রহমান (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন বিএনপি নেত্রীসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নবীগঞ্জ : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে ১ জন সাবেক বিএনপি নেতাও রয়েছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী (আওয়ামী লীগ), উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, বিএনপি সমর্থক আব্দুল হাই চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা সারোয়ার, জাপা নেতা হায়দর মিয়া। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজমিরীগঞ্জ : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও ১ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি হচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বাধীন মিয়া। এখানে ভোটযুদ্ধে রয়েছেন ৩ জন। এর মাঝে ১ জন যুবদলের সাধারণ সম্পাদক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান (আওয়ামী লীগ), আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী), উপজেলা যুবদল সাধারণ সম্পাদক খালেদুর রশিদ ঝলক (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বানিয়াচং : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে ১ জন জেলা বিএনপির সহ-সভাপতি। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন যুবলীগ নেতা আবুল কাশেম চৌধুরী (আওয়ামী লীগ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান (আওয়ামী লীগ বিদ্রোহী) ও জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে ১ জন মহিলাদল নেত্রী রয়েছেন।
মাধবপুর : এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে ১ জন জেলা বিএনপির সহ-সভাপতি রয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক (আওয়ামী লীগ), প্রবাসী আওয়ামী লীগ নেতা এহতেশামুল বার চৌধুরী লিপু (আওয়ামী লীগ বিদ্রোহী), জেলা বিএনপির সহ-সভাপতি এসএসএএম শাহজাহান (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ২ জনই বিএনপি নেতা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের ৩ জনই বিএনপি নেত্রী।