স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা নাজিরবাজার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম রাষ্ট্র বিরোধী প্রচারণা ও গুজব ছড়ানোর অভিযোগে ১ জনকে আটক করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে তাকে আটক করে র্যাব-৯ এর একটি দল। আটককৃত ব্যক্তি দক্ষিণ সুরমা খুজনপুর গ্রামের মনোরঞ্জন নাথের পুত্র মন্টু কুমার নাথ (৩৯)।
আটককৃত মন্টু দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। ধৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণসহ তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) অফিসার মোঃ মনিরুজ্জামান।