‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার…’ দিয়ে শুরু। এরপর একে একে জনপ্রিয় আর বিখ্যাত সব গান গাইলেন কুমার বিশ^জিৎ। নিজের গানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বসন্ত উৎসব-১৪২৫ রাঙিয়ে দিলেন বাংলাদেশের সংগীত জগতের এই অন্যতম উজ্জ্বল তারকা। সোমবার বিকেলে সিলেট শহরতলির বটেশ^রস্থ বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বসন্ত উৎসবে সংগীত পরিবেশন করেন কুমার বিশ^জিৎ।
পশ্চিমাকাশে সূর্য প্রায় অস্তমিত। ওই সময়ে ‘তোমরা একতারা বাজাইওনা…’ গানটি গেয়ে কয়েক হাজার দর্শককে বিমোহিত করে বিদায় নেন কুমার বিশ^জিৎ। শুরু আর শেষের মধ্যখানে ‘বসন্ত ছুঁয়েছে আমাকে..’ ‘ও ডাক্তার…’ ‘অন্তর জ¦লেরে জ¦লে…’ ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল তুলিতে আসতে…’ ‘রূপসাগরে ঝলক মারিয়া পাগল করলি আমারে…’ প্রভৃতি জনপ্রিয় সব গানও গাইলেন। সিলেটের রাধারমণের বিখ্যাত ‘জলে যাইও না গো রাই…’ গানটি কুমার বিশ^জিতের পরিবেশনাকে দেয় ভিন্নমাত্রা।
বসন্ত উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম গোলাম কিবরিয়া।
অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বিউটি নাহিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাজিফা খানম চৌধুরী, মুহিতুল বারী রহমান, সাবেক পৌর চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসিন আহমেদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, অর্থনীতি বিভাগের প্রধান ড. এস এম আলী আক্কাস, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারী প্রক্টর এডভোকেট আব্বাছ উদ্দিন প্রমুখ। বসন্ত উৎসবে সার্বিক সহযোগিতায় ছিলেন এমইউ স্পোর্টস ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উৎসব সবার জন্য উন্মুক্ত থাকায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের ঢল নেমেছিল অনুষ্ঠানে। বসন্ত উৎসবকে সফল করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সহকারী রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি