কাজিরবাজার ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনী পরিদর্শন করেন। এ সফরে আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও যুবরাজসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া জ্বালানি খাতসহ বেশ কিছু চুক্তি সইয়ের কথাও রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জার্মানিতে তিনদিনের সফর শেষ করে রবিবার সকাল সাড়ে ৬টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। উপস্থিত ছিলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও। এরপর বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রী যান আবুধাবি ন্যাশনাল এক্সিভিশন সেন্টার- এডনেকে। আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সেখানে আয়োজিত ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন শেখ হাসিনা। প্রদর্শনীতে তুলে ধরা বিভিন্ন আধুনিক সমর সরঞ্জাম পরিদর্শন করেন তিনি। এ ছাড়াও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।