৪৫৯ রানের ম্যাচে কলকাতার জয়

40

ক্রীড়াঙ্গন রিপোর্ট :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৩১ রানে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে দুই দলের মোট রান ৪৫৯। কলকাতা নাইট রাইডার্স করেছে ২৪৫। আর কিংস ইলেভেন পাঞ্জাব করেছে ২১৪ রান। ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।
শনিবার ইন্দোরের হকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের দেয়া ২৪৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। দলের পক্ষে ওপেনার লোকেশ রাহুল ২৯ বল খেলে ৬৬ রান করেন। ১৭ বল খেলে ২১ রান করেন ক্রিস গেইল। ২০ বল খেলে ৩৪ রান করেন অ্যারোন ফিঞ্চ। ১১ বল খেলে ১৯ রান করেন আক্সার প্যাটেল। অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন ২২ বল খেলে করেন ৪৫ রান। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সুনিল নারিন ১টি, প্রসিধ কৃষ্ণা ২টি, জ্যাভন সিয়ার্লস ১টি, আন্দ্রে রাসেল ৩টি ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এবারের আসরে এটি এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ স্কোর। আার সব মিলিয়ে চতুর্থ।
এদিন কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ৩৬ বল খেলে ৭৫ রান করেন সুনিল নারিন। ১৭ বল খেলে ২৭ রান করেন ক্রিস লিন। ১৭ বল খেলে ২৪ রান করেন রবিন উথাপ্পা। ১৪ বল খেলে ৩১ রান করেন আন্দ্রে রাসেল।
২৩ বল খেলে ৫০ রান করেন অধিনায়ক দিনেশ কার্তিক। চার বল খেলে ১১ রান করেন নিতিশ রানা। আট বল খেলে ১৬ রান করে অপরাজিত থাকেন শুবম্যান গিল। এক বল খেলে ছয় রান করে অপরাজিত থাকেন জ্যাভন সিয়ার্লস। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে মোহিত শর্মা ১টি, বারিন্দের স্রান ১টি ও অ্যান্ড্রু টাই ৪টি করে উইকেট নেন।