দক্ষিণ সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম করায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আটক

27

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ন ও আইন ভঙ্গ করায় এক প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে আটক করা হয়। পরে ৫ ঘণ্টা আটক রেখে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
রবিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের ৩৯ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. তুহিন মিয়াকে আটক করেন।
পরে বিকালে ঐ প্রকল্প বাস্তমায়ন কমিটির সভাপতি তুহিন মিয়ার কাছ থেকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান, ঐ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে বার বার বলার পরও সে কারও কথা শুনেনি, তার কাজে অনেক ত্র“টি আছে সেই ত্র“টি গুলো সংশোধন করার জন্য বলা হলে সে ঐ কাজ করেনি, তাই থাকে আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।