উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে সিলেট এমসি কলেজ মাঠে স্কলার্স হোমের চতুর্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রবিবার সম্পন্ন হয়েছে। সকালবেলা জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন হাফিজ মজুমদার ট্রাস্ট ও স্কলার্স হোমের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মজুমদার বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের দেশ গড়ার কারিগর। খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদেরকে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে আগামী দিনের লক্ষ্য অর্জনে সক্ষম হতে হবে। তাই শুধুমাত্র পাঠ্যপুস্তকের পড়ালেখা দ্বারা লক্ষ্য অর্জন করা যায় না, পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠতে হয়। এজন্যে খেলাধূলার চর্চাও অপরিহার্য।
স্কলার্সহোম মেজরটিলা শাখার প্রিন্সিপাল নাজমুল বারি জামালির সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা শাখার ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরী, বালুচর স্কলার্স শাখার শিক্ষক এবাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কলার্স হোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. কবির চৌধুরী, স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.), শিবগঞ্জ শাখার প্রিন্সিপাল প্রাণবন্ধু বিশ^াস, সাপ্লাই শাখার প্রিন্সিপাল আক্তারি বেগম, মেজার টিলা শাখার ভাইস প্রিন্সিপাল নাহিদা খান, বালুচর শাখার ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরী। স্কলার্সহোমের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশে বিরাজ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়। বিজ্ঞপ্তি