সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. মাহবুবুল হক বলেছেন, সমাজের প্রত্যেকে মানবিক কর্মকান্ডে নিজেদের সাধ্যমতো অবদান রাখা উচিত। প্রতিবছর জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষদের বিনা মূল্যে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে। চক্ষুসেবাও এর অন্যতম একটি মহতি উদ্যোগ। এর ফলে উপকৃত হচ্ছে এ জেলার হাজারো মানুষ। এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টে নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।
৯ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার মোগলাবাজাস্থ আল রাজন কমিউনিটি সেন্টারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহীন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম চৌধুরী, এনআরবি বাংলাদেশ পন্য আমদানীকারক সমিতির সভাপতি আলহাজ্ব মো. কাপ্তান হোসেন। আল-বারাক ইসলামী ব্যাংকের অফিসার গোলাম মৌলা বাহার, লন্ডন প্রবাসী ছানা মিয়া, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া, জয়তুন হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ একাডেমীর চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক, বিশিষ্ট মুরব্বি হাজী রেহান মিয়া।
বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব চুনু মিয়া, দিলোয়ার হোসাইন, উপদেষ্টা সাইস্তা মিয়া, সোনাওর আলী সোনা, ট্রাস্টের অধ্যাপক মুহিবুর রহমান, হারুনুর রশিদ হীরন, জাহেদ হোসেন, নির্বাহী সদস্য আপ্তাব উদ্দিন, ময়নুল ইসলাম মঞ্জুর, শিহাব উদ্দিন শাহাব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মনিরুজ্জামান রনি, আব্দুল জব্বার, সমাজকর্মী আব্দুল মুমিন, মঈন উদ্দিন, জুবের আহমদ, হেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি