কলম ও রক্ত

28

রমজান আলী রনি

কলমের দাম তুমি যদি
কড়ি দিয়ে মাপো
রক্তের দামে বাংলা ভাষা
থরে-থরে কাঁপো।

কবিতারা আকাশে যায়
পাখি হয়ে দূরে
কিশোরির চুল অনুরাগে
আকাশ পথে উড়ে।

ভালোবাসার নামের পাশে
লাল, সবুজের নাম
কিষাণ-কৃষক সঙ্গী হয়ে
দেয় যে তোমার দাম।

কতটুকু রক্তের দামে
একটি কলম পেলাম?
বীর শহীদের প্রাণের ছবি
শহীদ মিনার পেলাম।