সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো: গোলাম মর্তুজা মজুমদার গত বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র আইন অনুষদে ডীন হিসেবে যোগদান করেছেন।
ছাত্রজীবনে ড. মো: গোলাম মোর্তজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে সহকারী জজ হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে জেলা ও দায়রা জজ হিসেবে সিলেট, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ঢাকায় সফলতার সাথে দায়িত্বপালন করেন।
তিনি যুক্তরাজ্যের উলভারহাম্পটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রকাশিত বইসমূহ হচ্ছে এ কোড অব প্রকটিক্যাল প্রসিডিউর, আদালতের ব্যবহারিক কার্যবিধি ও আবেদন পদ্ধতি ও পাওয়ার এন্ড ফাংশন অব কোর্ট এন্ড জাজেস্। তিনি কমনওয়েলথ জাজ এসোসিয়েশনের একজন সদস্য ও ইউকে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের একজন রিসার্চ ফেলো। বিজ্ঞপ্তি