সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার কৃষকদের কৃষিখাতে উৎসাহিত করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। ফলে কৃষকরা অন্য যে কোন সময়ের চাইতে বেশি সুবিধা ভোগ করছেন। কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে আন্তরিক এ সরকারের কৃষি উন্নয়নে গৃহিত সকল কর্মসূচী দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। তিনি গত ১ ডিসেম্বর সোমবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কমবাইন্ড হারভেস্টার প্রদর্শনী ও মাঠ দিবস উদযাপন উপলক্ষে ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা কৃষি অফিসার সারওয়ারুল আহসানের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার ফজলে মনজুর ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বিলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার জাহেদুল ইসলাম, এমরান আহমদ, গিয়াস উদ্দিন, আতিকুর রহমান, রুহুল আমিন চৌধুরী, মুহাইমিনুর রশিদ, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম বাবুল, কৃষক মুজিবুর রহমান, আকমল মিয়া, জয়নাল আহমদ, আব্দুল মুকিত, তৌহিদ, খালেদ, মজনু, রতন, আব্দুল কাইয়ুম প্রমুখ। বিজ্ঞপ্তি