মো: আনোয়ার হোসেন ফারুক
আসলো ফাগুন জ্বাললো আগুন
বাংলা মায়ের মনে,
বাংলা মায়ের দামাল ছেলে
হাজির হলো রণে।
করলো যুদ্ধ আনলো শুদ্ধ
বাংলা ভাষার শান,
আপন হাসির আলোক জ্বেলে
রাখলো ভাষার মান।
মায়ের ভাষা বাংলা ভাষা
রাখলো দামাল ছেলে,
বিশ্বজুড়ে এই ভাষাটা
ধরলো জাতি মেলে।
জীবনবাজি রেখে তারা
আনলো ভাষার জয়,
জালিমজনের করুণ দশা
হলো দাপট ক্ষয়।
বাংলা ভাষা রক্তে কেনা
রাখবো তার-ই মান,
সবে মিলে মায়ের ভাষায়
গাইবো সুরের গান।