অব্যক্ত সুখ

18

ছাদিকুর রহমান

এক ঝলক দেখেছিলাম কোন এক ভরদুপুরের উত্তপ্ত রোদের আলো ছায়ার খেলায়।
তাৎক্ষণিক মনের সমস্ত আঙিনায় অনাবিল সুখের পরশ বুলিয়ে যায়।
সে এক অসম্ভব সুখানুভূতি মোটেও বুঝাতে পারব না।
তীব্র ভাবে আত্মার আকুতি বাড়তে থাকে।
একটু ছোঁয়া পাওয়ার একদন্ড সঙ্গ পাওয়ার প্রীতি বিনিময় করার।
কত খুঁজেছি পথ মাঠ ঘাঠ অতঃপর সন্ধান পেলাম।
কোন এক পাঠগৃহের স্বনামধন্য শিক্ষয়িতা,ততক্ষণে বড্ড দেরি।
তারই মধ্যে হয়ে গেছে পরদেশি এক খেয়ালি নবাবের ন্যায্য ঘরণী।