ইংলিশ মিডিয়াম স্কুলে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন নামে প্রচলিত ফি আদায় বন্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার ( ৩০ জানুয়ারি ) সকালে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ জানান,সিলেটের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে হাইকোর্টের রায় ও সরকারী নির্দেশনা অমান্য করে বিভিন্ন নামে ফি গ্রহণ করা হচ্ছে। অথচ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, ভর্তি নবায়ন, পুন:ভর্তি বা অন্য কোন নামে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে কিংবা তাদের অভিভাবকদের কাছ থেকে কোন ফি নেওয়া যাবে না ।
জেলা প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য শুনে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে তার আন্তরিকতার কথা জানান। এ সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ আসলাম উদ্দিন স্বাক্ষরিত চিঠির কপি নেতৃবৃন্দের হাতে তুলে দেন। চিঠিতে হাইকোর্টের রায় ও বেসরকারি ( ইংরেজি মাধ্যম ) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০০৭ অনুসরণপূর্বক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনসহ অন্যান্য নির্দেশনা মানার তাগিদ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক খুব শীঘ্রই স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে একটি যৌথসভা আয়োজনের কথা জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরী, সিনিয়র সহ সভাপতি কয়েছ উদ্দীন আহমদ, সহ সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, যুগ্ম সম্পাদক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক মো. জাবেদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. নোমান আহমদ, দপ্তর সম্পাদক শামীম আহমদ, সহদপ্তর সম্পাদক তাহেদুর রহমান, প্রচার সম্পাদক বেলাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি