ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশ বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর সাবেক সভাপতি, গরীব দুঃখি ও মেহনতী মানুষের বিপ্লবী নেতা কমরেড আসাদ্দর আলীর ২৯ তম মৃত্যুবার্ষিকী আগামী ২ ফেব্রুয়ারী শনিবার। এ উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) ও কমরেড আসাদ্দর আলী স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় বাংলাদেশের সাম্যবাদী দল ও স্মৃতি পরিষদের পক্ষ থেকে তাজপুরে কমরেড আসাদ্দর আলীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। জোহরের নামাজের পর আসাদ্দর আলী স্মৃতি পরিষদের উদ্যোগে দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রিয় মুসলিম সাহিত্যে সংসদে বাংলাদেশের সাম্যবাদী দল এর পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে স্মৃতি চারন করবেন ১৪ দল ও বাম প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি