সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
শাল্লা উপজেলায় পিআইসি গঠনে অনিয়ম, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ও অস্বচ্ছতা, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধ ও বিভিন্ন বাঁধে প্রয়োজন অতিরিক্ত বরাদ্দ বাতিলের দাবিতে আলফাতা উদ্দিন স্কয়ারে শাল্লা উপজেলার কৃষকদের উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু বলেছেন, দুর্নীতিবাজরা অনেক শক্তিশালী তাদের কারণে শাল্লার কৃষকরা শাল্লায় মানববন্ধন করার সাহশ পায়নি তাই তারা সুনামগঞ্জ এসে আমাদের সংগঠনের ব্যানারে বানববন্ধন করে তাদের অভিযোগের কথা তুলে ধরেছেন। আমরা লক্ষ করছি পিআইসি গঠন থেকেই শাল্লার প্রশাসন লুকোচুরির আশ্রয় নিয়েছেন, তাদের হুঁশিয়ার করে বলতে চাই আপনারা ২০১৭ সালের দুর্নীতির মামলার আসামীদের পিআইসি সভাপতি করে হাওরে বাঁধের মাটি কোদালের পরিবর্তে কলম দিয়ে কাটার চেষ্টা করছেন সে আশা সফল হবে না এবার হাওরে কলম দিয়ে মাটি কাটতে দেওয়া হবে না। কৃষকদের সাথে নিয়ে তা প্রতিহন করা হবে। তিনি প্রশাসেনর সমালোচনা করে বলেন, প্রশাসন চায় না মানুষ জানুক কোথায় কি কাজ হচ্ছে। কিন্তু যতই লুকোচুরি করেন না কেন এবার কৃষকরা তাদের হিসাব বুঝে নেবে। শুধু আন্দোলন নয় প্রয়োজনে আবারো কৃষকরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে আদালতে যাবে। তিনি দিরাই উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা দুর্নীতির আসামীদের পিআইসি থেকে বাদ দিয়েছেন কিন্তু যেসব পিআইসির বিরুদ্ধে কৃষকরা অভিযোগ করেছেন তার কি করলেন?
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ আলফাতা উদ্দিন স্কয়ারে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ ও শাল্লা উপজেলা সাধারণ সম্পাদক জয়ন্ত সেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, বাঁধ বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, ধর্মপাশা উপজেলা সদস্য সচিব চয়ন কান্তি, শাল্লার কৃষক রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সরকার, হাফিজ উদ্দিন, মখদুদ আহমেদ, আব্দুল ওয়াহাব, অবনি সরকার প্রমুখ।